সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস ক্যাম্পাসের ফাঁকা জায়গাগুলিতে প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে গাছ লাগানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। বৃক্ষরোপণ কার্যক্রমে নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য অনুরোধ করা হলো:
১. গাছের প্রজাতি নির্বাচন: পরিবেশবান্ধব এবং স্থানীয় প্রজাতির গাছ নির্বাচন করতে হবে, যা ক্যাম্পাসের মাটির উপযোগী এবং স্বল্ল রক্ষণাবেক্ষণে বেড়ে উঠতে পারে।
২. স্থান নির্ধারণ: ক্যাম্পাসের ফাঁকা জায়গাগুলি নির্ধারণ করে পরিকল্পিতভাবে গাছ লাগাতে হবে।
৩. রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা: বৃক্ষরোপণের পর নিয়মিত পানি, সার প্রয়োগ এবং গাছের অন্যান্য রক্ষণাবেক্ষণ করতে হবে, যাতে গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠতে পারে।
বৃক্ষরোপণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে পারবো এবং ক্যাম্পাসকে আরও সবুজ ও আকর্ষণীয় করে তুলতে সক্ষম হবো। ক্ষুদ্র সেচ উইঙের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের এ কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
(মুহাম্মদ বদিউল আলম সরকার)
প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS