প্রকৌশলী মুহাম্মদ নজরুল ইসলাম ০২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ হতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ক্ষুদ্রসেচ), বিএডিসি, ময়মনসিংহ সার্কেল, ময়মনসিংহ দপ্তরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। তিনি পদোন্নতিপ্রাপ্ত হয়ে বিগত ২১ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ হতে বিভিন্ন সার্কেলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর বিভিন্ন সার্কেল, রিজিয়ন ও জোনে যথাক্রমে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী হিসেবে অত্যন্ত সুনামের সাথে তার পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিভিন্ন প্রকল্পের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে সারা বাংলাদেশে বিএডিসি’র বিভিন্ন প্রকল্পের ডিপিপি প্রণয়ন থেকে শুরু করে প্রতিটি ধাপের সাথে যুক্ত থেকে প্রকল্প প্রণয়নের কার্যক্রম বাস্তবায়ন করেছেন। বর্তমানে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ক্ষুদ্রসেচ), বিএডিসি, ময়মনসিংহ সার্কেল, ময়মনসিংহ দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন।
প্রকৌশলী মুহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে মাস্টার অব সাইন্স (এমএস) ইন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট এবং ব্যাচেলর অব সাইন্স ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। তার এমএস থিসিস এর বিষয় ছিলো ফসল উৎপাদনে ড্রিপ ইরিগশন এর প্রভাব। তিনি তার গবেষণা এবং শিক্ষালব্ধ জ্ঞান কাজে লাগিয়ে বিএডিসি’র সেচ উইংকে অধিকতর ফলপ্রসূ একটি উইং হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে নিজস্ব অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখতে অঙ্গীকারাবদ্ধ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস