১. ভিশন ও মিশন
Vision: মানসম্পন্ন কৃষি উপকরণ যোগান ও দক্ষ সেচ ব্যবস্থাপনা।
Mission: উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ বৃদ্ধি, সেচ প্রযুক্তি উন্নয়ন, ভূপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার, জলাবদ্ধতা দূরীকরণ, সেচ দক্ষতা ও সেচকৃত এলাকা বৃদ্ধি এবং কৃষক পর্যায়ে মানসম্পন্ন নন-নাইট্রোজেনাস সার সরবরাহ।
২. প্রতিশ্রুতি সেবাসমূহ
২.১ নাগরিক সেবা :
ক্র : নং |
সেবার নাম |
সেবা প্রদানে সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র / আবেদন ফরম প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
ঊর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোডসহ অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
১. |
সেচ স্কিম সেবা (গভীর নলকূপ, অগভীর নলকূপ,শক্তিচালিত পাম্প, সোলার পাম্প স্থাপন, সরবরাহ ও কমিশনিং) |
সেচ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে ১৫ (পনের) কার্য দিবস |
ক) আবেদনপত্র খ) স্কীম সংশ্লিষ্ট কাগজপত্র (কৃষক গ্রুপ কর্তৃক জমির পর্চা,রেজুলেশন, স্কীম ম্যাপ ইত্যাদি) গ) আবেদনের নির্ধারিত ফরম স্থানীয় সেচ ইউনিট অফিসে পাওয়া যাবে। |
* কৃষক গ্রুপ হতে আবেদন প্রাপ্তি। * আবেদন যাচাই বাছাই ও বরাদ্দ প্রদান * সরবরাহ ও কমিশনিং |
ক) পার্টিশিপেশন ফি ২০০০০/- টাকা পে-অর্ডার/ডিডির মাধ্যমে (ডিসচার্জ অনুযায়ী পার্টিসিপেশন ফি কম বেশী হতে পারে) |
সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী এর কার্যালয়, বিএডিসি, ময়মনসিংহ। |
নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) বিএডিসি, ময়মনসিংহ রিজিয়ন, ময়মনসিংহ। টেলিফোন : ০২৯৯৬৬৬১০৪২ ই-মেইল: xen.mi.mymensingh@gmail.com |
২. |
সেচের পানির গুণাগুণ পরীক্ষা (পানির PH, তাপমাত্রা, আয়রন, আর্সেনিক, লবণাক্ততা ইত্যাদি) |
০১-০৭ কার্য দিবস |
|
কৃষক/কৃষক গ্রুপ কর্তৃক নমুনা সরবরাহের পর বিএডিসি’র ল্যাবরেটরীর মাধ্যমে |
নির্ধারিত ফি ১. আর্সেনিক/আয়রন-১০০ টাকা: ২. PH লবণক্ততা-৫০ টাকা। |
সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) ল্যাব জোন অফিস, বিএডিসি। |
নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) রিজিয়ন, বিএডিসি, ময়মনসিংহ। টেলিফোন : ০৯১-৬১০৪২ ই-মেইল: xen.mi.mymensingh@gmail.com |
২.২) প্রাতিষ্ঠানিক সেবা :
ক্র: নং |
সেবার নাম |
সেবা প্রদানে সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র /আবেদন ফরম প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
ঊর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোডসহ অফিসিয়াল টেলিফোন ও ইমেইল |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
১. |
বিভন্ন সংস্থার সেচ সম্পর্কিত তথ্যাদি সরবরাহ (ভূ-গর্ভস্থ পানির স্তর এর তথ্য, সার্ভে রিপোর্ট ইত্যাদি) |
০১ থেকে ০২ কার্য দিবস
|
- |
ক) আবেদন প্রাপ্তি। খ) হার্ড কপি ও সফট কপি সরবরাহ |
নির্ধারিত মূল্য/ বিনা মূল্যে ১. সেচ যন্ত্রের জরিপ রির্পোট-১৫০০ টাকা ২. পানির স্তরের তথ্য –Softcopy ৫০০০ টাকা ৩. Water Quality report -৫০০০ টাকা |
প্রকল্প পরিচালক (জরীপ ও পরিবীক্ষণ প্রকল্প), বিএডিসি, ঢাকা। টেলিফোন : ৯১১-৬১৪৩ |
নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) রিজিয়ন, বিএডিসি, ময়মনসিংহ। টেলিফোন : ০৯১-৬১০৪২ ই-মেইল: xen.mi.mymensingh@gmail.com |
৩) অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (GRS)
সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। তার কাছ থেকে সমাধান পাওয়া না গেলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।
ক্রমিক নং |
কখন যোগাযোগ করবেন |
কার সঙ্গে যোগাযোগ করবেন |
যোগাযোগের ঠিকানা |
নিষ্পত্তির সময়সীমা |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
১. |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে |
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক) |
নাম: জুলি আক্তার পদবি: সহকারী প্রকৌশলী ফোন: ০২৯৯৬৬৬১০৪৩ মোবাইল: 01998772112 ইমেইল: aemibadc.mym@gmail.com
|
৩০ কার্য দিবস |
২. |
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে |
আপিল কর্মকর্তা |
নাম: প্রকৌশলী মুহাম্মদ নজরুল ইসলাম পদবি: তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফোন : ০১৯৯৮৭৭২১১০ ই-মেইল : sebadcmymn@gmail.com |
২০ কার্য দিবস |
৩. |
আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে |
মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ ব্যবস্থাপনা সেল |
মন্ত্রিপরিষদ বিভাগ |
৬০ কার্য দিবস |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস